বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামির ফাঁসি দাবিতে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামির ফাঁসি দাবিতে মানববন্ধন 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি একাধিক হত্যা ও মাদক মামলার আসামি অলি মুন্সিকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) শহরের কাউতলী জেলা প্রশাসক কার্যালয় সড়কে গ্রামবাসী এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. জামশেদ সর্দার, মো. তাজু সরদার, কাইতলা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মো. মুসা, ৪নং ওয়ার্ড মেম্বার মো. জাকির, ৩নং ওয়ার্ড মেম্বার আবু হানিফ প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, অলি মুন্সি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজ্যত্ব সৃষ্টি করে দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে আসছে। সে ও তার পরিবারের হাতে অন্তত ৫ জন হত্যার শিকার হয়েছেন। এসবের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানিসহ নির্যাতন করা হতো। 

বক্তারা দ্রুত পলাতক অলি মুন্সিসহ তার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধরা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

টিএইচ